
		নিজস্ব সংবাদদাতা: বিশ্ব ইজতেমার নিজামুদ্দিন মারকাজ অনুসারী সাদ পন্থিদের আখেরি মোনাজাত চলছে। দেশ বিদেশের মুসলিম উম্মাহর জন্য মোনাজাতে দোয়া করছেন মুসল্লিরা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এই পর্ব।
আখেরি মোনাজাত পরিচালনা করছেন নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরুব্বি সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
বিশেষ তাৎপর্যপূর্ণ এ আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করা হয়।
নির্বিঘ্নে যেনো আখেরী মোনাজাত সম্পন্ন হতে পারে সেজন্য সকল প্রস্তুতি নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তারা জানিয়েছে আখেরী মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এর আগে ইজতেমার মূল মঞ্চ থেকে বিভিন্ন ভাষায় ইসলামী বিধি বিধানের ওপর দিক নির্দেশনামূলক বয়ান দিয়েছেন জ্যেষ্ঠ মুসল্লিরা। ৮৫টি খিত্তায় বয়ান শুনেছেন দেশি বিদেশি লাখো মুসল্লি। এসময় মুসল্লিরা ইজতেমা আয়োজনে সফলতার জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন।
আখেরী মোনাজাত শেষে দ্বীনের দাওয়াতে বের হবেন ইজতেমায় আগত দেশ-বিদেশের মুসল্লিরা।
মন্তব্য করুন