
		নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে বিচার দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করেছেন বলে মনে করেন রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী। দেশের রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের চলমান ঐকমত্যের সংলাপকে স্বাগত জানিয়ে, জাতীয় ঐকমত্যের তাগিদ দেন তিনি।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের পক্ষে বিপক্ষে ব্যাপক সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। ট্রাম্পের ঐ বক্তব্য কিভাবে দেখছেন কূটনীতিক রাশেদ আহমেদ চৌধরী।
ইলোন মাস্কের সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফেনালাপকে স্বাগত জানিয়ে রাশেদ আহমেদ চৌধুরী বলেন, চরম দুঃসময়ে দেশের দায়িত্ব পালন করছেন প্রফেসর ইউনূস।
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপকে ইতিবাচক হিসেবে দেখছেন এই কূটনীতিক।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন সংস্কার প্রয়োজন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে মনে করেন তিনি।
ভারত সরকারের বোধদয় হওয়া উচিৎ, বাংলাদেশের দায়িত্বে নোবেল জয়ী মুহাম্মদ ইউনূস।
মন্তব্য করুন