
		নিজস্ব প্রতিবেদক: ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায় বিএনপি। রোববার নড়াইল জেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এ কথা জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের আস্থা অর্জন করে ৩১ দফার আলোকে দেশ গঠনই তাদের একমাত্র লক্ষ্য।
দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়েছে নড়াইল জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন। রোববার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দীর্ঘ সময়ে অনেক ত্যাগের বিনিময়ে গড়ে তোলা আন্দোলনে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ সরকার। কঠিন মুহুর্তে যারা দলের হয়ে কাজ করেছে তাদর মূল্যায়ন করার কথা জানান তিনি।
তিনি বলেন, ১৫ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। বারবার কারচুপির নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। স্বৈরাচার পতনের পর এখন দেশ পুনর্গঠন তাদের একমাত্র লক্ষ্য বলে জানান তারেক রহমান।
জনগনের আস্থা অর্জনে নেতাকর্মীদের সর্বাত্মক ভূমিকা রাখার নির্দেশ দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
মন্তব্য করুন