
		কিশোরগঞ্জ সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা শেষ হচ্ছে আজ। আধ্যাত্মিক সাধক শাহ শামসুদ্দিন বুখারি রহমতুল্লাহি আলাইহির উরস উপলক্ষে ৭দিন ব্যাপী এ মেলা হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর।
কতিথ আছে প্রায় চারশ বছর আগে কিশোরগঞ্জের কটিয়াদীর কুড়িখাই এলাকায় আস্তানা গাড়েন আধ্যাত্মিক সাধক শাহ সামছুদ্দীন আউলিয়া সুলতানুল বুখারি রহমতুল্লাহি আলাইহি। সেই থেকে সুলতানুল বুখারির মাজার প্রাঙ্গণে বসে বাৎসরিক উরস। যেখানে দেশের বিভিন্ন প্রান্তের মুরিদ ও সাধকরা জড়ো হন, অনুষ্ঠিত হয় গ্রামের নামে -- কুড়িখাই মেলা। প্রায় চারশ বছরের পুরোনো এ মেলায় ঢল নেমেছে লাখো মানুষের।
শুধু কটিয়াদী নয় দেশে বিভিন্ন এলাকা থেকে লোকজন যায় সেখানে। মেলা উপলক্ষ্যে গ্রামের জামাইদের দাওয়াত দিয়ে আপ্যায়ন করা এখানকার রীতি।
কুড়িখাই গ্রামের ১ থেকে দেড় কিলোমিটার এলাকা জুড়ে বসেছে বিভিন্ন দোকানপাট। মেলার দোকান বরাদ্দ থেকে যে আয় হয় তা দিয়ে মাজার ও মসজিদের উন্নয়নের কাজ করা হয়।
১০ ফেব্রুয়ারি শুরু হওয়া কুড়িখাই মেলা শেষ হচ্ছে আজ।
মন্তব্য করুন