মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে ২২টি ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৮ এএম

লক্ষীপুর সংবাদদাতা: লক্ষীপুরে ৫৮টি ইউনিয়ন পরিষদের ২২টিরই নেই নিজস্ব ভবন। দোকান ভাড়া নিয়ে চলছে কোন কোনটির কার্যক্রম। এতে একদিকে যেমন ব্যাহত হচ্ছে নাগরিক সেবা, অন্যদিকে ভোগান্তি বেড়েছে সেবা প্রত্যাশীদের। ভবনের জন্য বারবার আবেদন করেও সমস্যা সুরাহা হচ্ছেনা বলে জানালেন জনপ্রতিনিধিরা।

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয় এটি। নিজস্ব ভবন না থাকায় দুইটি দোকান ঘর ভাড়া করে চলছে কার্যক্রম।

স্থান সংকুলন না হওয়ায় গাদাগাদি লেগেই থাকে। জন্ম, মৃত্যু, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন সেবা নিতে আসা জনগণের ঘণ্টার পর ঘণ্টা বাইরে অপেক্ষা করতে হয়। এছাড়া গ্রাম আদালত পরিচালনাসহ ব্যাহত হচ্ছে দাপ্তরিক এবং প্রশাসনিক কার্যক্রম।

একই অবস্থা সদর উপজেলার চররমনী মোহন, কমলনগরের তোরাবগঞ্জ, চরকালকিনিসহ জেলার ২২টি ইউনিয়ন পরিষদের। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়।

নিজস্ব ভবনের জন্য বারবার আবেদন করেও সমস্যা সমাধান হয়নি বলে জানালেন জনপ্রতিনিধিরা।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানালেন, ইউনিয়ন পরিষদগুলোর নিজস্ব ভবন নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে।

তৃণমূলে নাগরিক সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ইউনিয়ন পরিষদগুলোর নিজস্ব ভবন নির্মাণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান