
		নিজস্ব প্রতিবেদক: সরকার থেকে পদত্যাগ করে জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখাদের নতুন দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম। শহীদ মিনার থেকে যার কণ্ঠে শোনা গিয়েছিলো শেখ হাসিনা পতনের এক দফার ঘোষণা। এরইমধ্যে, দলের গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত হয়েছে। চলছে নাম ও প্রতীক বাছাইয়ের তৎপরতা। ২১ ফেব্র“য়ারির পর যে কোন দিন আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দল। এতে জানা যাবে কে কোন পদে থাকছেন।
জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অকুতোভয় ছাত্র নেতারা। তাদের নেতৃত্বেই আসছে মধ্যপন্থি ধারার নতুন রাজনৈতিক দল। যারা নেতৃত্ব দিতে চান নতুন বাংলাদেশকে।
তবে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্র নেতাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে হতে যাওয়া নতুন এ দলের নীতি নির্ধারণে থাকছেন কে আর কারা?? জাতীয় নাগরিক কমিটির সামনের সারির নেতৃত্ব বলছে, এক্ষেত্রে এগিয়ে আছেন নাহিদ ইসলাম।
দলের দায়িত্ব নিতে যে কোন সময় উপদেষ্টা পদ ছাড়ছেন নাহিদ। এরইমধ্যে নতুন দলের কাঠামো, গঠনতন্ত্র কেমন হতে পারে-এর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ইতোমধ্যে অনলাইন-অফলাইনে দলের কিছু নাম ও প্রতীকের প্রস্তাবও পেয়েছেন তারা। চলছে দল গঠন নিয়ে মতামত ও সদস্যপদের আবেদন যাচাই।
জাতীয় নাগরিক কমিটির , মুখপাত্র শারমিন সামান্তা জানান, নতুন রাজনৈতিক দলে জায়গা হবে না পরিবার তন্ত্রের।
গণঅভ্যুত্থানে সফল হওয়া দেশগুলোর ইতিবাচক-নেতিবাচক সব অভিজ্ঞতকেই কাজে লাগাতে চায় জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীদের নতুন এ দল। যদিও তরুণরা আগেই জানিয়েছেন, নিবন্ধন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেই নামতে যাচ্ছেন ভোটের মাঠে।
মন্তব্য করুন