মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

লড়াই করেই তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০১ পিএম

নিজস্ব সংবাদদাতা: লড়াই করেই তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লালমনিরহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির উদ্বোধন করে এমন মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, ভারতের সাথে সম্পর্কও হবে সম্মানের। তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের উপর চাপ বাড়াতে এই কর্মসূচী বলে জানান আয়োজকরা।

উত্তরের জীবনরেখা তিস্তা। তিস্তার ওপর নির্ভরশীল এই অঞ্চলের কোটি মানুষ। কিন্তু ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে ধুধু বালুচরে পরিণত হয়েছে এই জনপদ। মরে গেছে তিস্তা নদী। তিস্তাপাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে পানির ন্যায্য হিস্যা আদায়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এবার আটচল্লিশ ঘন্টা কর্মসূচী শুরু করেছে বিএনপি ও নদী তীরবর্তী জনপদের মানুষ।

সোমবার বিকেলে লালমনিরহাটের তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কর্মসূচীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জাপখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভারত তিস্তা পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে আসছে। তবে এবার আর তাদের ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে পূর্বষোষিত এই অবস্থান কর্মসূচীতে যোগ দিতে সকাল থেকেই লাখো মানুষ অবস্থান নেয় উত্তরাঞ্চলের পাঁচ জেলা লালমনিরহাট, নীলফামালী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায়। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে চলছে এই কর্মসূচী।

এদিকে, তিস্তা নদী রক্ষার আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী আসাদুল হাবীব দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান