
		নিজস্ব সংবাদদাতা: এখন থেকে আগের মতো তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানকে নাগরিকের সব তথ্য দেবে না নির্বাচন কমিশন। যতোটুকু তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান চাইবে তা সঠিক কিনা সেটি জানাবে ইসি। তথ্য ফাঁস রোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
সোমবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, অনুমতি ছাড়া যেকোন প্রতিষ্ঠান পরিদর্শন করতে পারবে এমন একটি কমিটিও ইসি গঠন করবে। নির্বাচন কমিশনের সাথে চুক্তিবদ্ধ ১৮২টি প্রতিষ্ঠান জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে।
সাম্প্রতিক সময়ে এসব প্রতিষ্ঠানের কোন কোনটির বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তদন্তও চলছে ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
মন্তব্য করুন