মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গ্রহণযোগ্যতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারকে পক্ষপাতমূলক উল্লেখ করে তাদের গ্রহণযোগ্যতা দিনদিন হারাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র নেতারা। মঙ্গলবার আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে তারা এ মন্তব্য করেন। বিএনপি সংষ্কারের বিপক্ষে নয়, তবে সংকট সমাধানে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন বলেও জানান দলটির নীতি নির্ধারক নেতারা।

গণঅভ্যুত্থান, গণপ্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকাস্থ মীরসরাই জাতীয়বাদী ফোরাম। এতে যোগ দেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচনের কাজও এগিয়ে নিতে হবে। অন্তর্বর্তী সরকারের বয়স ছয় মাস পেরিয়ে গেলেও জনগণের আকাঙ্খার প্রতিফলন ঘটেনি বলেও দাবি করেন ডক্টর মঈন।

এদিকে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি ও পতিত সরকারের ষড়যন্ত্র মোকাবেলায় কেন্দ্র ঘোষিত জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার যশোরের সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কারের বিপক্ষে নয় বিএনপি। তবে, সংকট সমাধানে নির্বাচন প্রয়োজন।

একই দাবিতে পাবনা জেলা আয়োজিত সমাবেশে যোগ দেন বিএনপি’র স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় তিনি স্থানীয় নির্বাচন নয়, জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়াও হবিগঞ্জ ও ঝিনাইদহ জেলা বিএনপি’র সমাবেশে যোগ দিয়ে দলের সিনিয়র নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার না করলে বিএনপি ক্ষমতায় গিয়ে তা নিশ্চিত করবে। বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া একথা বলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান