
		অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল ও কারাবন্দি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ, সমাবেশ ও পথসভাকে ঘিরে মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন জেলায় জড়ো হতে থাকেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় বক্তারা জামায়াতে ইসলামীর নিবন্ধন ও এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নি:শর্ত মুক্তি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের পৌর পার্কে বিক্ষোভ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।
কুমিল্লার টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এসময় তিনি অবিলম্বে এটিএম আজহারের মুক্তির দাবি জানান।
রংপুরের টাউনহল মাঠের সমাবেশে এটিএম আজহারুল ইসলামের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশয়ারি দেন বক্তারা। সিরাজগঞ্জের সমাবেশে বক্তারা বলেন, এটিএম আজহারুল ইসলামকে দীর্ঘদিন ধরে কারাগারে রেখে নির্যাতন করা হচ্ছে। এদিকে, ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।
এটিএম আজহারুল ইসলামের মুক্তিসহ মনবতাবিরোধী অপরাধের অভিযোগে যাদের এখনও আটক রাখা হয়েছে তাদের দ্রুত খালাসের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। খুলনার শহীদ হাদিস পার্কে আয়োজিত সমাবেশে এ দাবি জানান তিনি।
এছাড়া একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে টাঙ্গাইল, নোয়াখালী, নওগাঁ, পঞ্চগড়, পটুয়াখালী, রাজশাহী শেরপুর, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে।
মন্তব্য করুন