
		নিজস্ব সংবাদদাতা: গত দেড় যুগ আওয়ামী লীগ দেশের মানুষের ওপর যে নির্যাতন চালিয়েছে, তার বিরুদ্ধে সুফিদের লড়াই প্রশংসনীয় ছিলো বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার রাজধানীর বিএমএ মিলনায়তনে সুফি সমাজ আয়োজিত জাতীয় সম্মেলনে একথা বলেন তিনি। এসময় মাজার ভাঙ্গার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান বিভিন্ন তরিকার অনুসারী আলেম ওলামারা।
বিভিন্ন তরিকার অনুসারিদের নিয়ে রাজধানীর বিএমএ মিলনায়তনে প্রথমবার অনুষ্ঠিত হলো জাতীয় সুফি সম্মেলন। এতে অংশ নেন বিভিন্ন মাজার ও তরিকার অনুসারী আলেম ওলামারা।
সম্মেলনে জুলাই-আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন মাজার ও খানকা শরীফে হামলার কঠোর সমালোচনা করেন সুফি সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, বাংলাদেশে এখন আলেম ওলামারা বেশি বৈষম্যের শিকার হচ্ছে।
অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ সরকার পতনে অন্যান্যদের মতো সুফি সমাজেরও ভূমিকা ছিলো। এই চেতনা ধারণ করে সুফিদের ন্যায়ের পথে থাকতে হবে।
সম্মেলনে অংশ নিয়ে চলতি মাসেই নতুন রাজনৈতিক দল গঠনের কথা জানান, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন যে রাজনৈতিক দলের নেতা কর্মী দেশকে অশান্ত করবে তাদের কঠোরভাবে দমণ করা হবে।
সবাইকে সাথে নিয়ে ছাত্র-জনতার কাঙ্খিত নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন অতিথিরা।
মন্তব্য করুন