
		অনলাইন ডেস্ক: সংবিধান সংস্কার ও ভূমিহীন কৃষক শ্রমিকের প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।
এসময় বক্তারা বলেন, ভূমিহীন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের রাষ্ট্রের মালিকানার ন্যায্য হিস্যা প্রয়োজন। শ্রমিকরা তার ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন ও সংগঠনের প্রধান উপদেষ্টা হাসনাত কাইয়ুমসহ আরও অনেকে।
মন্তব্য করুন