
		বাগেরহাট সংবাদদাতা : দখল আর পরিবেশ দূষণের কারণে প্রাকৃতিক সৌন্দর্য্য হারাতে বসেছে বাগেরহাটের ভৈরব নদ ও দড়াটানা নদীর পাড়। স্থানীয়রা জানালেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদীর পাড় সংস্কার করলে শহরের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হতে পারে এটি। খুব শিগগিরই ভৈরব ও দড়াটানার পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দূষণমুক্ত অভিযান শুরুর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
বাগেরহাট শহরের এক প্রান্ত ঘেঁষে বয়ে গেছে ভৈরবের শাখা আর অন্য পাশে দড়াটানা নদী। এই নদীর পাড়ে গড়ে উঠেছে নদী সংলগ্ন শহর রক্ষা বাঁধ। এই বাঁধটির দুই প্রান্তে রয়েছে দু’টি সেতু। যা এলাকার সৌন্দর্য্য যেমন বাড়িয়েছে তেমনি স্থানীয়দের কাছে হয়ে উঠেছে ভ্রমণের জায়গা।
কিন্ত দীর্ঘদিন ধরে শহর রক্ষা বাঁধের বেশকিছু অংশ দখল করে রেখেছে প্রভাবশালী মহল। তৈরি করেছে বিভিন্ন স্থাপনা। এছাড়া, বাজারের ব্যবসায়ীরা ময়লার ভাগাড় হিসেবে ব্যবহার করে নদকে।
অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদ-নদীর পাড়ের আগের রূপ ফিরিয়ে আনার আহ্বান এলাকাবাসীর।
জেলা প্রশাসনের সহযোগিতা পেলে শিগগিরই দূষণ ও দখল রোধে কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন বাগেরহাট পৌরসভার সহকারি প্রকৌশলী মো. রিজভী হোসেন ।
অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ রোধে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা বাগেরহাট শহরবাসীর।
মন্তব্য করুন