
		ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের একটি গ্রামে কম্পোস্ট সার তৈরি করে সাবলম্বী হয়েছেন শতাধিক নারী। তাদের উৎপাদিত পরিবেশবান্ধব এই সার স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। দেশের বাজারে এই জৈবসার বিক্রি করতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।
ঝিনাইদহের কালীগঞ্জের দাপনা গ্রামে শত নারী এভাবেই গবাদি পশুর গোবর, লতাপাতা, কচুরিপানা এবং অন্যান্য জৈব পদার্থ ব্যবহার করে তৈরি করছেন পরিবেশবান্ধব কম্পোস্ট সার। একাজে তাদের সহায়তা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জাপান ভিত্তিক একটি সেচ্ছাসেবী সংগঠন।
তাদের উৎপাদিত সার শুধু এলাকার জমিতেই নয়, যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। উদ্যোক্তাদের এ কাজে সহযোগিতা করেন তাদের স্বামীরা। আর এই আয় দিয়েই চলে তাদের সংসার।
এ কাজে জড়িত নারীরা শুধু নিজেদের ভাগ্য পরিবর্তন করেননি, বদলে দিয়েছেন গ্রামের চিত্র। উৎপাদিত সার বাজারজাতকরণে সরকারের সহযোগিতাও চেয়েছেন তারা।
জৈব সার উৎপাদনের পাশাপাশি প্রশিক্ষণ, পরামর্শসহ সার্বিক সহযোগিতা দেয়ার কথা জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহাবুব আলম রনি ।
মন্তব্য করুন