
		সিরাজগঞ্জ সংবাদদাতা: আইন বহির্ভূত কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, কথিত সোর্সদের দিয়ে অভিযানের মাধ্যমে হাতিয়ে নেয়া হচ্ছে মূল্যবান সম্পদ। যেখানে মাদক নিয়ন্ত্রণের বদলে তল্লাশির নামে স্বর্ণ আর স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার দিকেই নজর অসাধু কর্মকর্তাদের। অনেক সময় চোরাচালান আর পাচারকালে ধরা পড়া মূল্যবান ধাতুও ছিনিয়ে নেয়া হচ্ছে।
সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরে এভাবেই মাদক দ্রব্য নিয়ন্ত্রক কর্মকর্তাদের পোশাক পরে যানবাহনে তল্লাশি করেন সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্সরা। দীর্ঘদিন ধরে সোর্স সাজিয়ে নানা অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড করে যাচ্ছেন সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযোগ আছে, চেকপোস্ট বসিয়ে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা এক বাস যাত্রীর স্বর্ণের বার ছিনিয়ে নিয়েছেন। ঘটনা জানাজানি হলে দুই দিন পর সেগুলো ফেরতও দিয়েছেন।
নিয়ম অনুযায়ী অভিযানে কোনো কিছু জব্দ হলে সেগুলো কাস্টমস বা আদালতের মাধ্যমে ফিরিয়ে দিতে হয়। কিন্তু এ ঘটনায় সে নিয়ম মানা হয়নি। অভিযোগ রয়েছে, যাচাই-বাছাই ছাড়াই আইন না মেনে স্বর্ণের বারগুলো ফিরিয়ে দেয়া হয়েছে। ঘটনাটির জন্য সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তবে কোন প্রকার তদন্ত ছাড়াই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
কাস্টমস ও ম্যাজিস্ট্রেট এর মাধ্যম ছাড়া জব্দ স্বর্ণ দেয়ার বিধান নেই বলে জানালেন সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রোসিকিউটর রফিক সরকার ।
এ বিষয়ে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন এই বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরে অতিরিক্তি পরিচালক মাসুদ হোসেন।
মন্তব্য করুন