
		অনলাইন ডেস্ক: কারিগরি ত্রুটির কারণে ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বোয়িং-৭৭৭ এর দুবাইগামী বিজি-৩৪৭ ফ্লাইটটি রাত ৮টা ৫৩ মিনিটে ঢাকা ছাড়ে। ৩৯৫ জন যাত্রী নিয়ে উড়াল দেয়ার প্রায় দুই ঘণ্টা পর মাঝ আকাশে পাইলট একটি টেকনিক্যাল সিগন্যাল পেয়ে কাছাকাছি ভারতের নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করে। নাগপুর এয়ারপোর্টে ১২জন কর্মী সহ যাত্রীরা নিরাপদে আছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। তারা আরো জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ রওনা হয়ে ১২টা ৩৯ মিনিটে নাগপুর পৌঁছে। ঐ ফ্লাইটে যাত্রীরা দুবাই যাচ্ছে।
মন্তব্য করুন