মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বাড়ছে সূর্যমুখীর চাষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৬ এএম

নিজস্ব প্রতিবেদক: অল্প খরচে বেশী লাভ পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ। অর্থকরী ফসল হিসেবেও সূর্যমুখী ফুল চাষ করছেন চাষিরা। তাই বিভিন্ন জেলার মাঠ জুড়ে এখন দেখা মেলে হলুদের সমাহার। সূর্যমুখীর হলুদ আভা ছড়ানো মনোরম দৃশ্য দেখতে দর্শনার্থীদের ভিড়ও লেগে থাকে।

এ যেন সূর্যমুখী ফুলের রাজ্য। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের মধ্যে হলুদের সমাহার। হলুদ রঙের হাজারো ফুল মুখ করে আছে সূর্যের দিকে। সূর্যমুখী ফুল শুধু দেখতে রূপময় নয়, গুণেও অনন্য।

নরসিংদী সদরের নাগরিয়াকান্দি এলাকায় সূর্যমুখী ফুলের এই বাগানটি মানুষের কাছে জনপ্রিয় স্থান হয়ে উঠছে। সূর্যমুখীর বাগানে প্রায় প্রতিদিন বসে প্রজাপতি আর মৌমাছির মেলা। নয়ন জুড়ানো এ দৃশ্য মোহিত করছে মানুষকে।

সূর্যমুখী বীজ থেকে তেল উৎপাদনের উদ্দেশ্যে বাগান করা হলেও দর্শনার্থীদের আগ্রহের কারণে বাগানটি বিনোদন কেন্দ্র হিসেবেও রূপ নিয়েছে। আগামী বছর বড় পরিসরে পরিকল্পিত সূর্যমুখী বাগান করার পরিকল্পনা উদ্যোক্তার। আর সূর্যমুখী চাষে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ।

এদিকে, সূর্যমুখী ফুল চাষে ঝুঁকছেন গাইবান্ধার কৃষকেরাও। চরের পতিত জমি ব্যবহার করে ও অল্প খরচে বেশী লাভ পাওয়ায় বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ। প্রাকৃতিক এ অপরূপ সৌন্দর্য মুগ্ধ করছে দর্শনার্থীদের।

সূর্যমুখী ফুল চাষ বাড়াতে কৃষকদের বীজ, সারসহ বিভিন্ন ভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে গাইবান্ধা কৃসি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক খারশেদ আলম।

এ বছর জেলায় বাণিজ্যিকভাবে ৭৬ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। যেখান থেকে ১৬০ মেট্রিক টন সূর্যমুখী তেলের বীজ পাওয়ার আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান