মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সব পথ মিলেছে শহীদ মিনারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৬ এএম

নিজস্ব প্রতিবেদক : জাতির সূর্য সন্তান ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন সংগঠন ও নানা বয়সী মানুষ ফুল হাতে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। তাদের চাওয়া একুশের চেতনায় আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক আর বৈষম্যমুক্ত।

বায়ান্নের রক্ত ঝরা দিনের স্মৃতি নিয়ে ফিরে এসেছে অমর একুশ। মাতৃভাষা প্রাণের চেয়েও প্রিয়-- একুশে ফেব্র“য়ারিতে জীবন দিয়ে তা প্রমাণ করেছেন ভাষা শহীদেরা।

একুশের প্রথম প্রহর থেকেই তাই শহীদ মিনারের পথে দেখা যায় মানুষের ঢল। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি শ্রদ্ধা নিবেদনের পর, সর্বস্তরের মানুষের জন্য খুলে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। জাতীর সূর্য সন্তান ভাষা শহীদদের শ্রদ্ধা আর ভালোবাসা জানান সবস্তরের মানুষ।

হাতে ফুল নিয়ে শহীদ মিনারে হাজির হন তারা, জানান আজকের এই দিনের প্রত্যাশা কথা।

শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা।

এদিকে প্রভাত ফেরিতে সারিবদ্ধভাবে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সামাজিক সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা শ্রেণী-পেশার মানুষ। ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনারের বেদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান