
		ভোলা সংবাদদাতা: ভোলায় বিএনপির এক কর্মীর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করেছেন দুর্বৃত্তরা। আহতরা হলেন, জামাল উদ্দিন ও তার স্ত্রী রাজিয়া বেগম। তারা ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাচিয়া গ্রামের বিরাম সাজি বাড়ি বাসিন্দা। শুক্রবার সন্ধ্যার দিকে আলী নগর ইউনিয়নের সাচিয়া গ্রামের বিরম সাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতদের অভিযোগ, শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে তার বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। ওই সময় ১৪ থেকে ১৫ টি মোটরসাইকেল নিয়ে প্রায় ২০ থেকে ২৫ জন দ্রুত গতিতে যাচ্ছিলেন। এসময় জালাল উদ্দিনের গাঁয়ে ধুলা লাগলে তিনি মোটরসাইকেল চালকদের আস্তে চালাতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা মোটরসাইকেল থামিয়ে তাকে মারধর শুরু করেন।
ওই সময় তিনি দৌঁড়ে তার বসতঘরে গেলে, তারা বসতঘরে ঢুকে তার উপর হামলা ও বসতঘরে ভাঙচুর করেন। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তারা ৪টি মটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। এরা সবাই ছাত্র ও যুবলীগের নেতা-কর্মী। এ ঘটনায় ভোলা মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মন্তব্য করুন