মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পঞ্চগড়ে টিউলিপের ভালোবাসার গল্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ এএম

পঞ্চগড় সংবাদদাতার: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাগানজুড়ে এখন রঙ বেরঙের টিউলিপের ভালোবাসার গল্প। এই ফুল ইকো ট্যুরিজম ব্যবস্থার পাশাপাশি কৃষি অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় স্বচ্ছতা ফিরেছে উদ্যোক্তাদের পরিবারে। নানা প্রজাতির বাহারি ফুল দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা।

যতদূর চোখ যায় কেবল রঙ বেরঙের টিউলিপ ফুল। নেদারল্যান্ডসের বসন্তের ফুল টিউলিপ এখন চাষ হচ্ছে দেশেও। শীতপ্রধান এলাকা হিসেবে পরিচিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শোভা ছাড়াচ্ছে টিউলিপ ফুল।

জানুয়ারির শুরুতে জেলার শারিয়ালজোত ও দর্জিপাড়া গ্রামে রোপন করা হয় ৯ প্রজাতির টিউলিপ ফুল। রোপনের এক মাসের মধ্যে ফুটে এই ফুল। বাগানে ফোটা নানা প্রজাতির বাহারি ফুল দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ ফুল দেখছেন কেউ আবার মুহূর্তগুলো ফ্রেমে বন্দী করছেন।

উদ্যোক্তারা জানান, ২০২২ সালে জেলায় প্রথম বারের মতো পাইলট প্রকল্প হিসেবে চাষ হয় এই ফুলের। এবার চতুর্থবারের মতো ১৩ জন নারী প্রায় তিন বিঘা জমিতে টিউলিপের চাষ করেছেন।

ইসডিও নির্বাহী পরিচালক মুহাম্মদ শহীদ উজ জামান জানান বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহায়তায় জেলায় টিউলিপের চাষ হয়েছে। সংস্থাটির নির্বাহী প্রকৌশলী জানালেন, কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে কাজ করছেন তারা।

সরকারি সহায়তা ফেলে বাণিজ্যিকভাবে এই ফুলের চাষ করে আরো বাড়ানো সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান