
		নাটোর সংবাদদাতা: ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে ৬ দিন ব্যাপী অমর একুশে বই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে একুশে গ্রন্থাগারের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়। একুশে বই মেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি সাহাবুদ্দিন মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসমা শাহীনসহ সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলায় ৩৯ টি ষ্টল প্রতিদিন বিকেল সাড়ে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
মন্তব্য করুন