
		নিজস্ব প্রতিবেদক: আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনার শিক্ষার্থীদের মধ্যে এশিয়াস ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ ফেব্র“য়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীতে আমারি হোটেলে নিপ্পন পেইন্টস এই অনুষ্ঠানের আয়োজন করে।
এশিয়ার অন্যতম শীর্ষ পেইন্ট ব্র্যান্ড ‘নিপ্পন’ ২০০৮ সাল থেকে আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনারদের উৎসাহিত করতে আন্তর্জাতিকভাবে এই অ্যাওয়ার্ড চালু করেছে।
এই প্রতিযোগিতার লক্ষ্য শিক্ষার্থীদের আরও উদ্ভাবনী হতে অনুপ্রাণিত করা। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
মন্তব্য করুন