মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঝিনাইদহে তিন খুন, এখনো গ্রেফতার নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ এএম

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির তিন সদস্য নিহতের ঘটনায় এখনো কোন মামলা বা গ্রেফতার হয়নি ।

রোববার (২৩ ফেব্র“য়ারি) সাকাল ১০ টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেছে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান ।

এর আগে শনিবার (২২ ফেব্র“য়ারি) সন্ধায় নিহত হানিফ ও তার দুই সহযোগী শ্যালক লিটন ও রাইসুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

উল্লেখ্য, ঝিনাইদহের শৈলকুপায় নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ ও তাঁর দুই সহযোগী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা রাতের দিকে হঠাৎ করে গুলির শব্দ শুনতে পায়। পরে ঘটনাস্থলে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে, পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

ভোরে নিহতের মরদেহ শৈলকুপা থানায় নেওয়ার পর হানিফ ছাড়াও তার শ্যালক লিটন ও সহযোগী রাইসুলের পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যরা। নিহদের পরিবারের দাবি বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে তাদের হত্যা করা হয়েছে ,এ ঘটনায় সঠিক বিচারের দাবি জানিয়েছেন তারা।

নিহত হানিফের নামে হত্যাসহ অন্তত ১৫ টি মামলা ছিলো। একটি মামলায় তার মৃত্যুদন্ডের আদেশ হলে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তিনি মুক্তি পান। এদিকে এ ঘটনার দায় স্বীকার করে স্থানীয় গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে তথ্য পাঠিয়েছে জাসদ গণ বাহিনীর নেতা কালু। অন্যদিকে হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান