
		অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশজুড়ে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি রোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে গ্রেফতার অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
শনিবার রাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তলালাশি শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে র্যাবকে জানানোর জন্য সাধারণ মানুষকে অনুরোধ করে তিনি বলেন, অপরাধ রোধে দেশজুড়ে টহল, চেকপোস্ট বাড়ানো হয়েছে।
এসময় জনগণকে আইন হাতে তুলে না নেয়ার আহ্বান জানান র্যাবের মহাপরিচালক। যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসবে ততদিন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন