
		নওগাঁ সংবাদদাতা: নওগাঁর পত্নীতলায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে পুলিশের দাবি এটি নিছক ছিনতাইয়ের ঘটনা।
শনিবার (২২ ফেব্রুয়ারি ) দিবাগত মধ্যরাতে উপজেলার মধুইল মানসী ও নকুচা এর মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান জানান, রাত প্রায় বারোটার দিকে নওগাঁ-সাপাহার সড়কে গাছ ফেলে সড়ক আটকায় দুর্বৃত্তরা।
এ সময় রাজশাহী থেকে সাপাহারগামী একটি বিআরটিসি বাস আটকায় তারা। সেখান থেকে বেশ কিছু মোবাইল ছিনিয়ে নেয়া হয়। স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ওসি জানান, এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি। এখনো মামলা হয়নি ঘটনার পর পরই সড়কে যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে।
মন্তব্য করুন