
		নিজস্ব প্রতিবেদক : কারো ভুল সিদ্ধান্তের দায় রাষ্ট্র বা জনগন নিতে পারে না, উল্লেখ করে চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন চব্বিশের রক্ত বৃথা যাবে না। রক্ত ভেজা বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট বা তার দোসরদের স্থান নেই।
ভুল সিদ্ধান্তে ভুল মানুষকে এমডি নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। যোগ্য ও চলচ্চিত্র বান্ধব কাউকে এমডি নিয়োগ করতে হবে।
বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটির আহ্বায়ক চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে ২৩ ফেব্র“য়ারি সকালে এফডিসি ফটকে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাস আহ্বায়ক হেলাল খান, জাসাস সদস্য সচিব জাকির হোসেন রোকন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আরমান, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন মিলন, চলচ্চিত্র পরিচালক জয়নাল আবেদিন, চলচ্চিত্র পরিচালক শাওন আশরাফ, চলচ্চিত্র পরিচালক শফিকুল ইসলাম, জিসাস নেত্রী হেনা, অভিনেত্রী কেয়া চৌধুরী, অভিনেত্রী শারমিন, নজরুল ইসলাম, জাহিদ, আজিজ প্রমুখ।
এদিন এক ঘন্টার জন্য ১২ টা থেকে ১টা প্রতিকী এফডিসি ব্লকড কর্মসূচি পালিত হয়।
মন্তব্য করুন