
		জেলা সংবাদদাতা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, সংস্কারের নামে যারা নির্বাচন পিছিয়ে নিতে চায় তাদের উপর জঙ্গী ভূত ভর করেছে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে দুর্নীতসহ নানা অপকর্ম করে গেছে। জুলাই আগস্ট বিপ্লবের পর জনগণ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। রোববার (২৩শে ফেব্র“য়ারি) বিকেলে বান্দরবানে রাজার মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যে সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
হাবিব উন নবী খান সোহেল বলেন, বিগত ১৭ বছর দেশের মানুষ ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত ছিল। তবে সংস্কারের নামে আবারো জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপন করা হচ্ছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে হুঁশিয়ারিও দেন তিনি।
এদিকে, শেখ হাসিনা পালিয়ে গেলেও দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেছেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। রাজবাড়ীর ঐতিহ্যবাহী আজাদী ময়দানে জনসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে সেই পরিবর্তনের নেতৃত্ব দিবে।
অন্যদিকে, দীর্ঘ ১৭ বছর পর নিজ জেলা টাঙ্গাইলে গিয়ে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টু। বিকেলে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যোনে তাকে গণসংবর্ধনা দেয়া হয়। এসময় তিনি গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার দাবি করেন।
এছাড়া একই দাবিতে বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় কর্মসূচিতে অংশ নিয়ে দলটির নেতারা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুমন্নত রাখতে নির্বাচনের জন্য সরকারকে আহ্বান জানান। এছাড়া তারা স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিও তুলে ধরেন।
মন্তব্য করুন