
		নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হোসেন রাসেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে তার স্ত্রীর নামে থাকা সম্পদ বিবরণী দাখিলের নির্দেশও দেয়া হয়েছে।
রোববার (২৩শে ফেব্র“য়ারি) বিষয়টি জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, রাসেলের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে তিন কোটি ৬৫ লাখ ৬২ হাজার টাকা। যার কোনো গ্রহণযোগ্য উৎস পাওয়া যায়নি। অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে এসব সম্পদ অর্জন করা হয়েছে বলেও জানান মহাপরিচালক।
মন্তব্য করুন