মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৩ এএম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনশ্রীতে গতরাতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এসময়, ১৬০ ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। একই রাতে মোহাম্মদপুরে হয়েছে আরেক ছিনতাই।

এমন পরিস্থিতিতে মধ্যরাতে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলাবাহিনীর কাজে উন্নতি ঘটবে। তবে আইনশৃঙ্খলার অবনতি ঘটায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বনশ্রীর এই ঘটনার আধাঘণ্টা পরই মোহাম্মদপুরে ছিনতাইকারীর কবলে পড়েন স্থানীয় ৩ বাসিন্দা। ভিডিওতে দেখা যায় রিকশা আটকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ২ নারী ও ১ পুরুষের কাছ থেকে মোবাইল ছিনতাই করছে দুর্বত্তরা।

শুধু রোববার দিবাগত রাতই নয়, কয়েকদিন ধরেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, চুরির মতো ঘটনা হঠাৎই বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে।

রাতেই চলমান পরিস্থিতি নিয়ে নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বনশ্রীর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করছে।

পদত্যাগের দাবির প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে। তাই পদত্যাগের প্রশ্ন আসছে না।

সোমবার থেকেই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় দৃশ্যমান উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান