
		নিজস্ব সংবাদদাতা: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক ঐক্যমত হলে ভালো হবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন তা করতে উদ্যোগ নিয়েছে ইসি।
ভোটার তালিকা হালনাগাদ, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও আইন-বিধি সংশোধন নিয়ে নির্বাচন কমিশন নানা চ্যালেঞ্জে আছে। তবে সব কিছু মোকাবেলা করে ডিসেম্বরে নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে ইসি।
নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে আরএফইডির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি- আরএফইডির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা দিতে এই আয়োজন। সোমবার এই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
এসময়, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, নানা চ্যালঞ্জ থাকলেও ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগও নেয়া হচ্ছে।
রাজনীতিতে বিরুদ্ধ মত থাকলেও, নির্বাচন নিয়ে ঐক্যমত চান সিইসি।
স্থানীয় নির্বাচন জুনের মধ্যে করা সম্ভব বিভিন্ন পক্ষের এমন আলোচনার বিষয়ে সিইসি বলেন, এই সময়ের মধ্যে নতুন ভোটার তালিকা দিয়ে স্থানীয় নির্বাচন সম্ভব নয়।
মন্তব্য করুন