
		নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সন্ধ্যা থেকে রাজধানীতে কম্বাইন্ড অপারেশন শুরু করেছে সেনা, নৌ, বিজিবি, র্যাব ও পুলিশে গঠিত যৌথ বাহিনী।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয়, তবে পরিস্থিতির উন্নয়নে কঠোর অবস্থানে আছে।
৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংকট, প্রশাসন ও বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারলেও চ্যালেঞ্জের মুখে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। চলতি মাসে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অভিযোগ ওঠে পতিত সরকারের লুকিয়ে থাকা দোসররাই সরকারকে অকার্যকর করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রোববার গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনেও এমন অভিযোগ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববারসহ গত কয়েকদিন ধরে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি ঘটার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরিস্থিতি নিয়ে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির বৈঠক হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও বৈঠকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ ও প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে আইনশৃঙ্খলা সংক্রান্ত বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কোর কমিটির বৈঠকে দেশের বিশেষ করে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উঠে আসে। কিভাবে পরিস্থিতির উন্নতি করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতে যা হয়েছে, এখন যা হচ্ছে, যাতে তা আগামীতে না হয়, আমরা সেই অনুযায়ী কম্বাইন্ড অপারেশন পরিচালনা করার উদ্যোগ নিয়েছি।
একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয়।
শফিকুল আলম জানান, অপারেশনে আইনশৃঙ্খলা বাহিনীর সকল উইং এক যোগে কাজ করবে। গোয়েন্দা বাহিনীর তৎপরতা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।
রাজধানীকে প্রধান্য দিয়ে দেশজুড়ে এ অপারেশন পরিচালিত হবে বলে জানান প্রেস সচিব।
মন্তব্য করুন