
		নিজস্ব সংবাদদাতা: অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বক্তব্যে দেশে অস্থিরতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার কুমিল্লা মহানগরের কাউন্সিল অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। গণতন্ত্রে বিশ্বাসী দলগুলোর মধ্যে যেন ফাঁটল না ধরে সেজন্য সকলকে যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।
আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় দল পুনর্গঠনে মঙ্গলবার কুমিল্লা মহানগরের দ্বি-বার্ষিক কাউন্সিলের আয়োজন করে বিএনপি। স্থানীয় টাউন হল মাঠে আয়োজিত অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরে পাবার আন্দোলনে তাদের অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে, কারাবরণ করেছে।
শুরু থেকে বিএনপি অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করলেও খোদ তারা নিজেদের কর্মকান্ডে জনমনে প্রশ্নের সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তারেক রহমান।
গেলো দেড় দশকে পতিত সরকার অনেক ক্ষতি করেছে উল্লেখ করে এখন দেশ পুনর্গঠনে নিজের প্রত্যয়ের কথাও জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মন্তব্য করুন