
		গাইবান্ধা সংবাদদাতা: জ্বালানিতেল ও বিদ্যুৎ ছাড়াই বায়ুশক্তিকে ব্যবহার করে ভূগর্ভস্থ পানি উত্তোলনের যন্ত্র উদ্ভাবন করে আলোড়ন সৃষ্টি করেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিক্ষার্থী শাহীন।
এছাড়া ভূমিকম্প সতর্কতা নিয়ে এলার্ম সিস্টেম, চুরি রোধে অনলাইন ম্যাসেজিং সিস্টেম, মোবাইল ফোনের গোপনীয়তা রক্ষার্থে বিশেষ চশমাসহ ৪০টি বিস্ময়কর উদ্ভাবন করেছেন তিনি।
তার এই বিস্ময়কর উদ্ভাবনের মাধ্যমে কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে সেই তথ্য বিদ্যুৎ অফিসে পৌঁছে যাবে। হাতের রিমোট দিয়ে দেশের যেকোনো প্রান্ত থেকে বন্ধ বা চালু করা যাবে বাসার লাইট, পানি তোলার মোটরসহ ইলেকট্রিক সবকিছু।
এমনই সব অভিনব যন্ত্র উদ্ভাবন করে তোলপাড় তুলেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কলেজ পড়–য়া শিক্ষার্থী শাহীন। খুদে বিজ্ঞানী শাহীন নামেই এলাকায় পরিচিতি পেয়েছেন তিনি।
এছাড়াও মোবাইল ফোনের গোপনীয়তা রক্ষার্থে এমন এক ধরনের বিশেষ চশমা তৈরি করেছেন, যা মোবাইলের স্ক্রিনকে ব্যবহারকারীর চোখে ঠিকঠাক দেখালেও বাকী সবার চোখে তা দেখাবে সাদা।
শাহীন জানান, তার উদ্ভাবন ও গবেষণাকে এগিয়ে নেয়ার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে দরিদ্রতা। পৃষ্ঠপোষকতা পেলে শাহীন দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন স্থানীয়রা। শাহীনের এমন সাফল্যে গর্বিত স্থানীয় জনপ্রতিনিধিরাও।
মন্তব্য করুন