মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রাজবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৮০ শতাংশ চিকিৎসক নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৯ এএম

রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৮০ শতাংশ বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য। ফলে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেতে যেতে হয় অন্য জেলায়। রয়েছে মেডিকেল কর্মকর্তার সংকটও।

এতে ভোগান্তিতে পড়তে হয় রাজবাড়ীর পাশের জেলার মানুষের। ফরিদপুর বা কুষ্টিয়া গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে তাদের।

তথ্য অনুযায়ী, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা হাসপাতালটিতে রয়েছে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ। তবে জুনিয়র কনসালটেন্ট গাইনি ও জুনিয়র কনসাল্টটেন্ট শিশু ছাড়া বাঁকি ৮টি পদই শূন্য। হাসপাতালটিতে আধুনিক মানের অপারেশন থিয়েটার থাকলেও চিকিৎসকের অভাবে সেটি কার্যকর নেই। ফলে উপজেলার রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পেতে যান অন্য জেলায়।

একই অবস্থা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও। বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য। নেই সনোলজিন্ট। এছাড়া কালুখালী ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে ৭টি পদ শূন্য। বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স সেবাও।

ভুক্তভোগীরা জানান, স্থানীয় হাসপাতালে চিকিৎসক সংকট থাকায় ঠিক ভাবে স্বাস্থ্য সেবা পাচ্ছেন না তারা। ভোগান্তির পাশাপাশি গুণতে হচ্ছে অতিরিক্ত অর্থ ব্যয় করে চিকিৎসা নিতে হয় তাদের।

এদিকে জনবলের তথ্য প্রতিমাসেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। যা জনবল আছে সেটা দিয়েই সেবা কার্যক্রম অব্যহত রাখার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. এবাদত হোসেন।

উল্লেখ্য, দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দিয়ে রাজবাড়ীর বিভিন্ন উপজেলায় বেহাল স্বাস্থ্য সেবা সচল করার দাবি স্থানীয়দের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান