
		নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের চাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছে। বুধবার(২৬ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এঘটনা ঘটে।
নিহত টুটুল রাজধানীর নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে ও হাবিব একই এলাকার আবদুল বাতেনের ছেলে।
কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় মোড়ে একটি যাত্রীবাহি বাসে ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুই বন্ধু।ঘটনার পর গাড়ির চালক ও হেলপারকে পালিয়ে যায়। ঘটনার তদন্তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন