
		পার্থ রহমান : সরকারের পৃষ্ঠপোষকতা পেয়ে গড়ে ওঠা কোনো রাজনৈতিক দলই জনসমর্থন পায় না বলে মনে করেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। তারা বলেন, জুলাই পরবর্তি পরিস্থিতিতে ছাত্ররা নতুন যে রাজনৈতিক দল গড়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানে দলছুট অনেকেই ঢুকে পড়তে পারে। ক্ষমতা ভোগ করার উদ্দেশ্য পরিহার করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুলো ছাত্ররা সফল হবে বলেও মনে করেন তারা।
শুক্রবার আত্মপ্রকাশ হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের। সম্প্রতি নিজেদের দল গঠনের ঘোষণা দেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। নতুন গড়ে উঠতে যাওয়া রাজনৈতিক দল নিয়ে বৈশাখী টেলিভিশনে নিজেদের মতামত জানিয়েছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ সরকার পতনে ছাত্রদের ভূমিকা ছিলো। তবে রাজনৈতিক দল গঠন করতে যে অভিজ্ঞতা ও প্রজ্ঞা দরকার ছাত্রদের মাঝে তা অনেকটাই অনুপস্থিত। লোভ লালসা পরিহার করে মানুষের আকাঙ্খা পুরণে কাজ করতে পারলে ছাত্রদের জনগণের সমর্থন পাওয়া সম্ভব হবে বলে মনে করেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
কী বার্তা নিয়ে ছাত্ররা দেশের মানুষের কাছে পৌঁছাবে ছাত্রদের রাজনৈতিক দলের সফলতা তার ওপর নির্ভর করছে বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক।
গণঅভ্যুত্থানের পর ছাত্রদের মাঝে নানা বিষয়ে বিভাজন দেখা দেয়ায় দল গঠনের আগে সেসব বিষয় সমাধান করারও পরামর্শ দেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন