
		নিজস্ব সংবাদদাতা: করোনাকালে স্বাস্থ্য খাতে ৭শ মিলিয়ন ডলারের জালিয়াতি ধরতে নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তলব করা হয়েছে অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদসহ ১৪ জনকে। এদিন প্রায় ৪ হাজার কোটি টাকা লেনদেন অভিযোগে মামলা হয়েছে সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে।
এছাড়া বিগত সরকারের সময় প্রভাবশালী বেশকয়েক জন আমলা-পুলিশের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
করোনাকালে বিশ্ব ব্যাংকসহ দাতা সংস্থা থেকে পাওয়া ৭ শ মিলিয়ন ডলারের প্রকল্পে নানা অনিয়ম-দুর্নীতির ঘটনায় চলতি মাসে অনুসন্ধানে নামে দুদক।
এবার তৎকালীন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ইকবাল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালকসহ ১৪ জনকে আগামী ২ ও ৩ মার্চ তলব করেছে সংস্থাটি।
এদিন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলায় এই দম্পতির বিরুদ্ধে চার হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও ৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস এবং স্বরাষ্ট্রের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরিফ মাহমুদ অপুর বিরুদ্ধে।
দুদক মহাপরিচালক জানান, আব্দুল মোমেনের নেতৃত্বে বর্তমান কমিশন কোন দুর্নীতিবাজকে দায়মুক্তি দেয়নি।
মন্তব্য করুন