
		নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহবায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।
তিনি বলেন, বুধবারের অনাকাক্সিক্ষত কিছু ঘটনা ঘটে। এমন ঘটনা কাম্য নয়। যা হয়েছে সেটা ভুল বোঝাবুঝি।
তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ তালিকা সব বিবেচনায় নিয়ে সব অংশীজনকেই ঠাঁই দেয়া হয়েছে, ভবিষ্যতেও হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্ত থাকার আহবান জানিয়ে বাকের মজুমদার বলেন, এই সংগঠনটির বিশেষত্ব হলো দেশের অন্যান্য ছাত্র সংগঠন রাজনৈতিক লেজুরবৃত্তি করলেও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কখনো লেজুরবৃত্তি করবে না।
মন্তব্য করুন