
		নিজস্ব সংবাদদাতা: রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
তিনি বলেন, রমজানের পণ্য যাতে বেশি দামে বিক্রি করতে না পারে সেজন্য অভিযান জোরদার করা হবে। বৃহস্পতিবার রাজধানীর কাওরানবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালায়ে সংবাদ সম্মেলনে এসব বলেন মহাপরিচালক।
তবে সয়াবিন তেলের বাজার এখনো স্বাভাবিক না হওয়ায় ক্ষোভ জানিয়ে ভোক্তা অধিকারের মহাপরিচালক জানান, আমদানিকারক ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেও জানান তিনি।
মন্তব্য করুন