
		ফরিদপুর সংবাদদাতা : কেঁচোসারের পর বায়োগ্যাস প্লান্টে সফল হয়েছেন ফরিদপুরের তানিয়া আক্তার। তার এই সফলতায় অনেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন।
এদিকে, তানিয়ার প্রতিষ্ঠানে কাজ করে অনেক বেকার নারী-পুরুষের সংসারে ফিরেছে স্বচ্ছলতা।
ফরিদপুরের শহরতলীর কোমরপুরে বায়োগ্যাস প্লান্ট তৈরি করেছেন তানিয়া আক্তার। এখন তার প্রতিষ্ঠান থেকে প্রতিদিন উৎপাদন হয় ১০০ ঘনফুট গ্যাস। ৬০টি পরিবারকে এই গ্যাস সরবরাহ করা হয়।
সিলিন্ডার গ্যাসের থেকে কম দায়ে বায়োগ্যাস পেয়ে খুশি স্থানীয়রা।এদিকে, তানিয়ার প্রতিষ্ঠানে কাজ করে সাবলম্বী হচ্ছেন অনেক নারী পুরুষ।
ব্যবহার নিরাপদ হওয়ায় বায়োগ্যাস উৎপাদনে সহযোগিতা করছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস ।
মন্তব্য করুন