
		অনলাইন ডেস্ক : প্রতিবারের মতো এবারও ছায়ানট আয়োজন করেছে ‘বসন্ত অনুষ্ঠান ১৪৩১’।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শুরু হয় এই আয়োজন। সবার জন্য উন্মুক্ত এবারের এই অনুষ্ঠান সাজানো হয়েছে গান এবং নৃত্য দিয়ে।
সকাল থেকে নানা বয়সী মানুষের সমাগম হয় ছায়ানটের এই আয়োজনে। বসন্তের রঙে নিজেদের সাজিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছেন তারা। গানে আর নৃত্যে স্বাগত জানানো হয় বসন্তকে। পুরো আয়োজন মুগ্ধ করে আগত দর্শকদের।
ছায়ানট প্রতিষ্ঠার পরই বাঙালিকে তার গানের ঐতিহ্য স্মরণ করিয়ে দিতে ঘরোয়া পরিবেশে আয়োজন করে নানা অনুষ্ঠান। ছায়ানটের মূল অনুষ্ঠানের মধ্যে রয়েছে রমনা বটমূলে বর্ষবরণ, রবীন্দ্র-নজরুল জন্ম ও মৃত্যুবার্ষিকী, ঋতু উৎসব (বর্ষা, শরৎ, বসন্ত), লোকসংগীতের উৎসব, নাট্যোৎসব, দেশঘরের গান, শুদ্ধসংগীত উৎসব, রবীন্দ্র-উৎসব, নজরুল-উৎসব, নৃত্যোৎসব এবং মাসিক নির্ধারিত বক্তৃতামালা নানা অনুষ্ঠান।
এরই ধারাবাহিকতায় ছায়ানট আয়োজন করেছে এই ‘বসন্ত অনুষ্ঠান’-এর।
মন্তব্য করুন