
		নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, কিডনি রোগে আক্রান্তদের অনেকেই ভুল চিকিৎসার শিকার হচ্ছেন। অনেক রোগী রেজিস্টার্ড চিকিৎসকের কাছে না গিয়ে ফার্মেসি ও অপেশাদার চিকিৎসকদের শরণাপন্ন হন। এতে দিনের পর দিন তারা ব্যথানাশকসহ বিভিন্ন ওষুধ সেবন করে কিডনিকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। অসচেতনতার কারণেই কিডনি রোগের জটিলতা বাড়ছে বলে জানান এই চিকিৎসক।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী লেক ভিউ কনভেনশন হলে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম আরো জানান, কিডনি রোগীদের চিকিৎসার জন্য অবশ্যই কিডনি রোগ বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে হবে। বেশিরভাগ কিডনি রোগী উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদিসহ নানা রকম জটিলতা ভোগেন। এতে রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহন করা কিন্তু অনেক দুরূহ হয়ে যায়। দেশের ২৫ শতাংশ রোগী বিশেষঞ্জ পেশাদার চিকিৎসকদের কাছে না আসায় তাদের জটিলতা বাড়ছে বলেও জানান রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খাঁন সোহেল, নারায়ণগঞ্জ জেলা ড্যাবের আহ্বায়ক ডা. মো. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব অধ্যাপক ডা. মো. ফারুল আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন