মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পর্দা নামলো অমর একুশে বই মেলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: পর্দা নামলো মাসব্যাপী অমর একুশে বই মেলার। রাত ৯টায় শেষ হয় এবারের আয়োজন। শেষ সময়ে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। ছুটির দিন হওয়ায় সমাপনী দিনেও ছিলো শিশু প্রহর। এদিন খুদে পাঠকদের উচ্ছলতা বাড়িয়েছে উৎসব কর্ণারের পাপেট শো। মেলার বিদায় ক্ষণেও ভিড় ছিলো বই প্রেমীদের। শেষ হলো বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। শুক্রবার রাত ৯টায় সমাপ্তি ঘটে এবারের আয়োজনের। সরকারি ছুটির দিন থাকায় লোকসমাগমও ছিলো বেশি। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ার পর মেলা প্রাঙ্গণ পরিণত হয় জন সমুদ্রে। পাঠক, লেখক, দর্শণার্থীদের আনাগোনায় প্রাণচঞ্চল হয়ে ওঠে মেলার শেষ দিনের আয়োজন। স্টল আর প্যাভিলিয়নগুলোতে ঘুরে ঘুরে শেষ বেলায়ও পছন্দের বই কিনেছেন কেউ কেউ। বই বিক্রি নিয়ে প্রকাশকদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। লোকসমাগম অনুযায়ী বিক্রি না হলেও সন্তোষ বলে জানিয়েছেন অনেকে। এদিন, বিকেলে সমাপণী অনুষ্ঠানে মাসজুড়ে মেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, যারা তরুণ চিন্তার লালন করে তাদের বাংলা একাডেমিতে সংযোগ নেই। বাংলা একাডেমি যেন স্থবির হয়ে না পড়ে, সেজন্য তরুণ চিন্তার লালনকারীদের এখানে ঠাঁই দিতে হবে। এর আগে সকাল ১১ টায় শুরু হয় শিশু প্রহর। শেষ দিনে পরিবারের সদস্যদের হাত ধরে মেলায় আসে ক্ষুদে পাঠকরা। শিশু কর্নারের বিভিন্ন আয়োজন উপভোগের পাশাপাশি চলে বই কেনাও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান