মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ব্রহ্মপুত্র নদে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৩:৫৩ এএম

জামালপুর সংবাদদাতা : জামালপুরের ব্রহ্মপুত্র নদের প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে প্রকাশ্যে বালু তুলে নিচ্ছে প্রভাবশালী মহল। অবৈধভাবে বালু তোলায় ক্ষতির মুখে পড়েছে ব্রহ্মপুত্র সেতু ও বসত-বাড়িসহ মহাসড়ক। তবে, জেলা প্রশাসক বলছেন, মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়াসহ সদা তৎপর রয়েছে প্রশাসন।

শত বছরের খরস্রোতা নদের এখন এমন দশা। জামালপুর শহরের পুরাতন ফেরিঘাট থেকে পিয়ারপুর পর্যন্ত বসানো হয়েছে অবৈধ ড্রেজার মেশিন। এ সব ড্রেজারের মাধ্যমে দিন-রাত উত্তোলন করা হচ্ছে বালু।

বেপরোয়া বালু উত্তোলনের কারণে হুমকির মুখে রয়েছে ব্রহ্মপুত্র সেতু, জামালপুর-ময়মনসিংহ মহা-সড়ক, ফসলি জমি, বাড়িঘরসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়রা বলছে, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে বর্ষা মৌসুমে নদী ভাঙন ভয়াবহ রূপ নিবে। যার ফলে ইজারা বাতিলসহ নদ থেকে বালু উত্তোলন বন্ধের দাবি স্থানীয়দের।

অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে প্রসাশন নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ সুশীল সমাজের এ প্রতিনিধি জামালপুর পরিবেশ বাঁচাও আন্দোলন সাধারণ সম্পাদক ইউসুফ আলী।

বালু উত্তোলনের কথা স্বীকার করে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চলছে, জরিমানা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান