
		অনলঅইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “ক্যারিয়ার বুস্টিং ট্রেনিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ কর্মশালায় প্রেজেন্টেশন দক্ষতা, সিভি লেখার কৌশল, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও ডিজিটাল যুগের চাকরির বাজার নিয়ে আলোচনা করা হয়।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এবং কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সেলিম রেজা বলেন, "শুধু একাডেমিক শিক্ষার উপর নির্ভরশীল হলে চলবে না, বাস্তবমুখী দক্ষতা অর্জন করাও জরুরি। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রেজেন্টেশন দক্ষতা, যোগাযোগ কৌশল ও ডিজিটাল জ্ঞান বাড়াতে হবে। বর্তমান চাকরির বাজারে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
কর্মশালায় চারটি বিশেষ সেশন পরিচালিত হয়, যেখানে বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ বক্তারা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে দিকনির্দেশনা দেন। প্রেজেন্টেশন দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করেন কাজী শামস ইমতিয়াজ বার্তা, সিনিয়র এক্সিকিউটিভ, বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার। চাকরির আবেদনকারীদের জন্য আকর্ষণীয় ও কার্যকর সিভি প্রস্তুতির পদ্ধতি ব্যাখ্যা করেন মোহাম্মদ আলী ফিরোজ, এজিএম, বিডিজবস.কম। বিদেশে পড়াশোনার সম্ভাবনা, স্কলারশিপ ও প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন জাহিদ হাসান মিয়াজি, প্রভাষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সম্ভাবনা ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির কৌশল নিয়ে দিকনির্দেশনা দেন দৈনিক কালবেলার অনলাইন সম্পাদক পলাশ মাহমুদ।
কর্মশালায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে মতামত বিনিময় করেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ কর্মশালার কার্যকারিতা সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও কর্মশালার আয়োজনের আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিওয়াইবি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান মাহমুদ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সৌরভ মন্ডল। আয়োজক কমিটি ভবিষ্যতে আরও যুগোপযোগী ও কার্যকর কর্মশালা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে, যাতে শিক্ষার্থীরা বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জন করে কর্মক্ষেত্রে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারেন।
মন্তব্য করুন