
		নিজস্ব সংবাদদাতা: কাল থেকে শুরু হচ্ছে আত্ম শুদ্ধি ও সিয়াম-সাধনার রমজান মাস। সন্ধ্যায় দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেন, চাঁদ দেখা যাওয়ায় রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুর হবে। ২৭ মার্চ পবিত্র শবে কদর পালিত হবে। এদিকে, প্রথম রোজার আগে তারাবি নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
মুসলিম উম্মাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এসেছে পবিত্র মাস রমজান।
প্রথম তারাবির নামাজে শরিক হতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করেন।
আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার পাশাপাশি এই মাসে সংযম ও সিয়াম সাধনার কথা জানান মুসল্লিরা।
এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। পরে দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখার কথা জানান র্ধম উপদেষ্টা।
আগামী ২৭ মার্চ পবিত্র শবে কদর পালন করার কথাও জানান ধর্ম উপদেষ্টা।
মন্তব্য করুন