
		নিজস্ব সংবাদদাতা: প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।
শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। এসময় সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দেশকে অস্থিতিশীল করতে এখনো ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টের দোসররা।
আর কোন সরকার যাতে স্বৈরশাসক হয়ে উঠতে না পারে সেজন্য সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত না হলে আবারো ফ্যাসিস্টদের পুনর্বাসন হতে পারে বলেও আশঙ্কা জানান বদিউল আলম মজুমদার।
মন্তব্য করুন