
		নিজস্ব সংবাদদাতা: ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর শিগগিরই বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নির্বাচনের রোডম্যাপ দেয়া হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, বিএনপি হয়ত নির্দিষ্ট তারিখের কথা বুঝাতে চেয়েছে।
অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে জানিয়ে তিনি বলেন, কম সংস্কার হলে নির্বাচন ডিসেম্বরে। আর বেশি সংস্কার হলে নির্বাচন তিন মাস দেরি হতে পারে।
এসময় রমজানে নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে সরকারের ফোকাস থাকবে বলেও জানান প্রেস সচিব।
মন্তব্য করুন