
		সাভার সংবাদদাতা : সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রায়ই ঘটছে সংঘর্ষ। এসব ঘটনায় সাধারণ পথচারী এবং শ্রমিকরা হতাহত হচ্ছে। ফলে আতঙ্কে রয়েছে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের মালিক শ্রমিকরা। স্থানীয়রা বলছে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এসব ঘটনা ঘটছে। তবে অভিযুক্ত দুই একজন ধরা পড়লেও আড়ালে থেকে যাচ্ছেন মূল অভিযুক্তরা। এসব ঘটনা নিয়ন্ত্রণে আনতে নজরদারী বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
সাভারের আশুলিয়ায় ছোট বড় মিলিয়ে প্রায় ১১শ পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এখানে প্রায়ই বিভিন্ন পক্ষের মধ্যে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়াসহ গোলাগুলির ঘটনা। এতে দেশী বিদেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন সন্ত্রাসীরা। এসব ঘটনায় সাধারণ পথচারীরা প্রায় আহত হন।
গত ৫ আগস্ট এর আগে আওয়ামীলীগের নেতাকর্মীরা এসব ব্যবসা নিয়ন্ত্রণ করলেও এখন একই কায়দায় ঝুট ব্যবসা দখল করতে গিয়ে বিএনপির পরিচয়ে বিভিন্ন গ্রপ জড়িয়ে পড়ছে সংঘর্ষে। গেল ৪ ফেব্র“য়ারি আশুলিয়ার বাইপাইল এলাকার প্রুডেন্ট ফ্যাশন লিমিটেডের ঝুট ব্যবসা দখল নিতে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে ৩৫টি দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশ।
এ ঘটনার ৪দিন পর ৯ ফেব্রুয়ারি আবারো আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দখল নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় । এতে ২ জন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ১০ জন। এ নিয়ে শিল্পাঞ্চলে গত ৬ মাসে অন্তত ১০ টি সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে গুরুত্বপূর্ণ স্থানে প্রশাসনের টহল বাড়ানোসহ বাড়তি নজরদারি রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ কাজ করছে বলেও জানান প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর।
শুধু ঝুট ব্যবসা নয়, বাসস্ট্যান্ড দখল, জমি দখল, ফুটপাতে দোকান বসিয়ে চাঁদাবাজি সহ নানা অপকর্ম চলছে বলে অভিযোগ স্থানীয়দের।
মন্তব্য করুন