
		নিজস্ব প্রতিবেদক: রমজানের শিক্ষা নিয়ে প্রত্যাশিত সমাজ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার প্রথম রমজানে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ ও এতিমদের সাথে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, রমজান সকলকে সংযমী, ধৈর্য্যশীল ও মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। দেশের শান্তি ও কল্যাণ কামনায় রমজানে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করার আহ্বানও জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
মন্তব্য করুন